সৃষ্টিকর্তায় আপনি বিশ্বাস করে থাকলে,উনি আপনাকে নিয়ে পার্সোনালী ভাববেন এবং উনার মর্জি অনুযায়ী প্লান করে রাখবেন ভবিষৎের জন্য,যা আপনি সময়ের ব্যবধানে হয়তো বুঝতে পারবেন, হয়তো পারবেন না- এই বিশ্বাস আপনি ভিতরে লালন করে সামনে এগিয়ে যেতে চাইবেন
আপনারা কি কখনো বুঝেছেন, হতবাক হয়েছেন এই দেখে যে, এটাই সৃষ্টিকর্তার প্লান ছিলো।কিছু বিশ্বাস সবসময় সৃর্ষ্টিকর্তাকে সেইফ জোনে রেখে দেয় ; উনি যা করেন ভালোর জন্য করেন,যত সমস্যাই আসুক উনি টেনে তুলবেন; দ্যা শো মাস্ট গো অন,এটাই উনি চায়।
সৃষ্টিকর্তা পূর্বের মানুষদের যেমন এটেনশন দিতো, মানে কথা বলতো,ওহী পাঠাতো,এনজেলদের পৃথিবীর মাটিতে দায়িত্ব দিয়ে ব্যস্ত রাখতো,এখন তেমনটা ঠিক ঘটে না।মিথলজির সৃষ্টিকর্তা নিয়ে এখন জোক করতেই ভালোবাসে মানুষ।তাই উনি এখন কতটুকু এটেনশন দিয়ে, প্রতি জনের জন্য আলাদা আলাদা প্লান করবেন, তা সঠিক ভাবে বুঝা কঠিন হয়ে যায়। তবুও আপনারা যদি জীবনের কোনো এক স্টেজে এসে যদি বুঝতে পারেন, এটাই সৃষ্টিকর্তার প্লান ছিলো আমার জন্য, তাহলে জানাতে পারেন; ম্যাথের মত প্রমাণ করতে হবে না,স্ট্রেস নেই; শুধু নিজের ভিতর থেকে প্রকাশ করবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৪