কৃষ্ণ কনসাসনেসে কি পাওয়া যায়; অন্য ধারার মুসলিম কনসাসনেসে কৃষ্ণ কখনো মেনে নেওয়া হবে না তা ব্লগেই ভালোমত বুঝা যাচ্ছে। হাজার হাজার বছর আগে কৃষ্ণ নামের কেউ থেকে থাকলেও কি করে বেড়াতেন? অরিজিনাল কৃষ্ণ আইন বুঝতো না, ভয় কাজ করতো না তাি হয়তো লীলাখেলা করে বেড়াতো। কৃষ্ণের চেতনা কিভাবে কাজ করতো তা ভালোমত হয়তো বুঝতে পেরেছে ইসকনের প্রতিষ্ঠাতা, তাই সংগঠনের মেম্বার বাড়ছে,কৃষ্ণ কিভাবে ভাবতো তা ইসকন ছাড়া কেউ ভালোমত বুঝতে পারবে না। হিন্দুদের ধর্মীয় বিভাজনে ইসকন একটি রাজকীয় পার্ট, গরীবদের জন্য ইসকন সাপোর্ট কিছু কল্যাণ করে না মনে হয়। আমার পরিচিত কয়েকজন হিন্দু ছিলো, ইসকন দেশে যখন শোনা যাচ্ছিলো তখন তারা নিজেরাই এটাকে ভালোচোখে দেখতো না, আইনজীবি হত্যার পর কীভাবে দেখছে তা জানা হয়নি।
আমার,আপনার কনসাসনেসে কৃষ্ণ ইনপুট করা লাগবে কেন; কৃষ্ণ বাদ দিন।আপনার ডিভাইন কনসাসনেসে কি ইনপুট করেছেন যাতে আপনার নিজস্ব ভাবনা সবার সামনে আসবে, আপনাকে নিয়ে কাল্ট হবে।মানুষ ফলো করে নিজে মরবে,অন্যকে মারবে।আপনি ঐ লেভেলে পৌছেছেন? নাকি অন্য কারও ভাবনায় ভরসায় দিব্যি কেটে যাচ্ছে জীবন।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫