তোমার ফিরিয়ে দেয়া প্রতিউত্তরের
সব'কটি শব্দ আমি বিশ্লেষণ করেছি
সেখানে আমি কোনো ভালোবাসার
অস্তিত্বের সন্ধান পাইনি !
তোমার দেয়া সব'কটি উপমায় আমি
ইনিয়ে বিনিয়ে ভালোবাসা খুজেছি,
না ! সেখানেও আমি ভালোবাসার অস্তিত্ব পাইনি
তোমার ফিরে যাবার শেষ ক'টি দৃশ্য
আমি নিবিড় পর্যবেক্ষণ করেছি
অপেক্ষায় ছিলাম, হয়তোবা ফিরে তাকাবে
অথবা দৃষ্টিসীমার দূরবর্তী আড়ালে যাবার
শেষ মুহুর্তে থমকে যাবে !
না ! এসবের কিছুই হয়নি
বরং হিমালয়ের মত বিশাল এক দাম্ভিকতায়
সেদিন তোমার রক্তলাল চক্ষুতে আমি
নির্মম অহংকার দেখেছি !
শকুনের মত ঝাপটে ধরার ডানা দেখেছি,
অমবস্যার ঘোর অন্ধকার দেখা আমার
চোখ সেদিন তোমার স্বার্থপরতার
বিজয়োল্লাস দেখতে ভুল করেনি !
তুমি চলে গিয়েছিলে, আমি তবুও অপেক্ষায় ছিলাম
বোধহীন শান্ত রজনীর মত
এক পৃথিবী আলোমাখা ভোরের অপেক্ষায় !
সেদিন / শামীম মোহাম্মদ মাসুদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



