- আপনি প্রতিদিন কতবার আমার আইডিতে ঘুরে আসেন?
- যতবার ফেসবুকে যাই ততবার।
- সারাদিন কতবার ফেসবুকে যান?
- ধরো, একশত চার বার।
- গুণে রেখেছেন?
- না, তোমার জন্য আমার ভালোবাসার তাপমাত্রা মেপে বুঝেছি, এখন একশত চার ডিগ্রী।
- কেন যান? কিছুই তো দেখতে পান না।
- তোমার লক করা আইডিও অদ্ভুত সুগন্ধ ছড়ায়, সেখানে বিরাজ করে জনম জনমের মুগ্ধতা।
- আপনাকে আমি ব্লক করে দিবো।
- জীবন থেকে?
- সেটা পারলে বেঁচে যেতাম।
- আর এখন?
- মৃত হয়ে কিভাবে বেঁচে থাকতে হয় আমাকে দেখে বুঝেন না?
- তোমাকে বুঝি, তুমি ঝরে পড়া শিউলি ফুলের মত সৌরভ ছড়াও।
- আর আপনি?
- আমি ঝড়ের আহত পাখির মত নিরাপদ আশ্রয় খুঁজি।
(কথোপকথন-৪৩/শামীম মোহাম্মদ মাসুদ)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




