আমি ইসলাম ধর্মের লোক না... তবে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কারন ইসলাম শব্দের মানে "শান্তি"।
কিন্তু ইদানিং নাকি মসজিদ ভষ্ম হয়ে যাচ্ছে বোমার বিস্ফোরনে হাজার হাজার মানুষের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে যারা হত্যা করছে তারাও ইসলাম ধর্মের আনুসারী। আল্লাহু আকবর বলে বিদ্যালয়ে গুলি করা হচ্ছে শত শত নিস্পাপ শিশুর বুকে। ইদানিং নাকি দ্বাড়ি টুপি দেখলে মানুষ বাজে কথা বলছে, যারা বলছে তারাও ইসলাম ধর্মের । জাতিও মসজিদের সামনে শত শত কোরান শরিফ দাও দাও জ্বলছে যারা পোড়াচ্ছে তারা হেফাজত হোক আর আওয়ামী হোক তারা নাস্তিক বা অন্য ধর্মের লোক না। এভাবে চলতে থাকলে ইসলাম ধর্ম ও ধর্মের মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কতদিন থাকবে সেটা বিবেচ্য বিষয়।
কেউ কেউ বলছে যারা এসব করছে তারা আসলে প্রকৃত ইসলাম আনুসারী না কারন "ইসলামে মানুষ মারার বিধান নেই" আমার ও তাই বিশ্বাস করতে ইচ্ছে করে কিন্তু তাইলে আসলে প্রকৃত ইসলাম অনুসারি কারা ? তারা এসব ঘটনায় মুখে তালা এটে বসে আছে কেন? ঘরের লোকে বেড়া কাটলে কিন্তু ঘরের অন্য লোকেরায় প্রতিবেশীর চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। আশাকরি বুঝতে পেরেছেন।
.......................................................................................................................................
দেশ বিদেশে যারা ইসলাম হেফাজতের দ্বায়িক্ত নিয়েছেন তারা তখনি একটিভ হয়ে ওঠে যখন তারা দেখে কেউ লাল সবুজের পতাকা নিয়ে রাজাকারের ফাঁসি চাইছে অথবা কেউ বলছে "তুমি কে আমি কে আদিবাসি বাঙ্গালী" এখানে কোন ধর্মের কটুক্তি না থাকলেও তারা এদের নাস্তিক খেতাব দিয়ে দেয়, আবার কোন বইয়ে ইসলামের কটুক্তির নামে বিশাল বিশাল মিছিল সংগ্রাম করে প্রকাশনীর প্রচারক হিসাবে কাজ করে উক্ত বইয়ের বিক্রি বাড়িয়ে দেয়। অথবা কোন ব্লগে বা কোন ফেসবুকে কি লিখা হচ্ছে তাই নিয়ে মাঝারে, বাজারে প্রোষ্টার মেরে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে গ্রামের নিরীহ সংখ্যালঘুদের উপর ঝাপিয়ে পড়ে, ধর্ষন করে তাদের নারীদের, হত্যা করে, আগুনে পুড়িয়ে মারে, ভেংগে দেয় তাদের উপাসনালয়। তখনও কেউ কেউ বলে এরা আসলে প্রকৃত মুসলমান নয় কারন "ইসলাম ধর্মে অন্য ধর্মানুসারীদের হেফাজতের কথা বলা আছে"। তাহলে প্রকৃত ইসলাম কারা?
সুন্নিরা বলছে সিয়ারা প্রকৃত মুসলমান নয় আবার সিয়ারাও সুন্নিদের প্রতি একই কথা বলছে। তাহলে প্রকৃত মুসলমান কারা ? যেখানে বলা হয়েছে ইসলাম মানে শান্তি !!!
View this link
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




