চারিকিকে কেবল গরীব মানুষ মরছে
বড়লোক জাকাত দেয় আর গরীব জীবন দেয়।
রানা প্লাজা ধ্বংস হয় মৃত্যু হয় শত শত গরীব মানুষের অথচ বিল্ডিং মালিক রানাদের একটি পশমেরও মৃত্যু হয় না ।
বন্যা হয়ঃ
গরীব মানুষ ভেষে যায়, গরীব মানুষ মরে যায়, আর বড়লোক ত্রান দিতে এসে সেলফি মারে।
ভুমিধস হয়ঃ
বড়লোক টিভি নিউজে গরীবের মৃত্যু সংখ্যা গুনে।
মহামারী হয়ঃ
বাজারে দামী এন্টিসেপটিক বিক্রী বেড়ে যায়।
হাসপাতালের উঠোনে লাশের স্তুপে আর যায় থাকুক কোন বড়লোক থাকে না।
ভুমিকম্প হয়ঃ
বড়লোকের বিল্ডিং ভাঙ্গে আর মৃত্যু হয় গরিব মানুষের।
ঈদ হয়, পূজা হয়ঃ
বাস একসিডেন্ট হয়, ট্রাক একসিডেন্ট হয়, ট্রেন একসিডেন্ট হয়, লঞ্চডূবি হয়, নৌকা ডুবি হয় কিন্তু বিমান ডুবি হয় না, জাহাজ ডুবি হয়না, এসি বাস প্রাইভেট কার ও খুব কম একসিডেন্ট হয়।
পাহাড় ভেঙ্গে পড়ে আদীবাসীর শেষ আশ্রয়ের উপর, ঝড় এসে উড়িয়ে নিয়ে যায় আসমানীদের ছাউনির ভেন্না পাতা, বৃষ্টি এসে ভিজিয়ে দেয় গুরুদাসীর টুকরো বসন।
জীবানু এসে ঢুকে যায় ম্যালনিউট্রিশন শিশুর শরীরে।
ঈশ্বরের ইশারা ছাড়া তো গাছের পাতাও নড়ে না । তাইলে ?
এই প্রশ্নের একটি কমন ও একমাত্র উত্তর হল “ঈশ্বর পরীক্ষা নিচ্ছে”
আমার কথা হল, ঈশ্বরের সব পরীক্ষায় কি কেবল গরীব মানুষেরই অংশগ্রহন থাকে আর এই পরীক্ষার সর্বোচ্চ সফলতা কি মৃত্যু?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




