ফিরে আয় ।
তোর জন্য আকুলতায় পরান কান্দে
নষ্ট সময় আরো বেশি কষ্ট জাগায়
হারিয়ে ফেলি আমায় আমি কোথায় যেনো
একাকীত্বের বিবর্ণতা মলিন করে
রঙীন পৃথিবীটা কেমন ধূসর লাগে
অশ্রু মেঘে দুচোখ ভীষণ ভারী ভারী
ঠোঁটের কোণে চিলতে হাসি ব্যঙ্গ করে
চিন্তা পাখি অচিন গাছের ফোকরে লুকায়
দোহাই রে তোর - আরেকটিবার আয় ফিরে আয় ।
চাঁদের আলো গা পুড়িয়ে কেমনে তাকায়
বুকের পাঁজরে জ্বলন ধরায় নিশুতি রাত
একলা শিসের শব্দ শুনি হাওয়ায় ভাসা
হৃদয়জুড়ে খা খা রোদ আর বিরান ভূমি
গানের সুরে কেমন যেনো- অন্যরকম
না চেনা ভাব একটু বেশি, তীব্রভাবে
স্বপ্নগুলো দুঃস্বপ্নে মিশে একাকার
তুই ছাড়া সব যাচ্ছে ঢেকে নীরবতায়
দোহাই রে তোর - আরেকটিবার আয় ফিরে আয় ।
১৫-০১-২০১১
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




