আমাদের লাল নীল প্রজাপতি ফুলে ফুলে উড়েনা আর
ভেজা ঘাস ছু্য়ে দিযে ডানা মেলেনা সোনালী ফড়িং
বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকিনা আর সবুজ প্রান্তরে
অবুঝ কোন ছাগবৎসের মত নাচে না মন তিড়িংবিড়িং ।
আমাদের সুর মেলেনা ঐ ভোর পাখিদের গানে
আমাদের উল্লাস আকাশে বাতাসে মেশে না যে আর
কখন কাগুজে থেয়া ডুবে গেছে অজান্তে জলে
কখন আলোর চারদিক ঘিরে ফেলে গভীর আধার ।
সুতো ছিড়ে উড়ে গেছে ঘুড়ি, তার লেজ সমেত
বিকেলের ভরা মাঠ বিষন্ন খালি হয়ে রয়
সব কিছু কত দূরে কত অচেনা লাগে সহসা
আমাদের পৃথীবি আজ বড়ো বিভীষীকাময় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




