চারপাশে শুধু মৃত্যু আর মৃত্যু
দেশে দেশে মৃত্যু।
পথে প্রান্তরে জলে জঙ্গলে লাশ বেশুমার
ফিলিস্তিন-বিহারী পল্লী-পাহাড় মিশে একাকার।
মড়া ঈশ্বর আসমানে বসে শান্তি জপে
আমার কেবল ঘেন্না লাগে খুব
ব্যাক্তিগত সুখ-অসুখের প্রকোপে
আমি চুপ আর তুমিয়ো চুপ।
দিকবিদিক কান্না আর হাহাকার।
হাহাকার আর কান্না...আহ দুর্বিষহ...
কার কাছে যাই কার কাছে বলি কথা
ধ্যাণী মগ্ন, চাই সে 'বিশুদ্ধ' নিরবতা!
আমার হকের আলো বেমালুম রুখে দিয়ে
আমার ভাগের জল কেড়ে নিচ্ছিস বড়ো!
আমার অক্সিজেনে দিস বিষ মিশিয়ে
আমার অনুমতি ছাড়া? এ সব আমার্ও।
মৃত্যু-কান্না-হাহাকার কার স্বার্থে বেনিয়া?
এতো এতো লাশে-রক্তে কার জন্য কাবাব-হুইস্কি হয়গো?
আর আমাদের বোধের নিষ্ক্রিয় শুন্যস্থান
পুরণ করে দেয় আজরাইল-শয়তান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




