বুঝে না কিছু; ওল-কে বলে লিচু !!!
৩৯,৮৭৪ জন ছাত্র-ছাত্রী মধ্যে প্রায় ৭৮% অর্থাৎ ৩১,১০১ ছাত্র-ছাত্রী ডাকসু নির্বাচন'২০২৫ এ ভোট দিয়েছে; ছাত্র শিবির প্যানেল জিতেছে। ভুত-পেত্নী'রা কী ওদের ভোট দিলো ??
ছাত্র শিবিরের এ বিজয়ে চেতনাবাজ, ব্লক হেডেড, তল্পীবাহক কবি-লেখক-সাহিত্যিক-শিল্পী (নিজে নিজে) যেন আকাশ থেকে পরলো; তারা অসুস্থ্য হয়ে যাচ্ছে; জাত চলে গেল !!?? কেন শিবিরের এ উত্থান, তা নিয়ে চিন্তা বা গবেষনা নয়; গবেটের দল আন্তাজে উল্টাপাল্টা মন্তব্য করছে।
এদেশে বাম শ্রেণীর দল আর নিম্নমানের মিডিয়াগুলো (৯৯ ভাগই খুনীদের দোসর, লুটেরাদের পা চাটা আর মুক্তিযুদ্ধের চেতনার ফেরীওয়ালা) কখনও সুস্থ্য ও সুন্দর এবং অহিংস বাংলাদেশ দেখতে চায়না। এরা প্রকৃতই ব্লক হেডেড এবং চরম অপরাধীও বটে !!
বর্তমানে বিএনপি'র সিনিয়র নেতাদের মুখের ভাষা এতটাই কদর্যতাপূর্ণ; সাধারন জনগন ওদের নিয়ে কি ভাবে; তা তারা জানে না। ডাকসুর নির্বাচনের এ ফলাফল ওদের ঘারে রদ্দা মেরে দিয়েছে।
আপনারা যেন রাজার পুত্র !! এসি রুমে বসে গরমে ঠান্ডা হাওয়া খাবেন, ঠান্ডায় গরম বাতাস, পার্কে ঘুরবেন, ভিডিও কনফারেন্স করে ফরমান জারী করবেন- এদেশের দরিদ্র বাবা-মা'র সন্তান, দরিদ্র জনতা বুলেটের সামনে দাড়িয়ে নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে খুনীদের হটিয়ে আপনাকে এ দেশের লর্ড অব দি লর্ড বানাবে- তেমনটি কেন হবে ??!! জনতার রক্ত পায়ে মাড়িয়ে আপনারা সিংহাসনে বসবেন !! কি মজা; আহ কি মহা মজা !!! কতটা নির্লজ্জ ও স্বার্থপর হলে একজন নেতা এমনটা পারে !!!
জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইতে খলীল জীবরান (ভূবন বিজয়ী শিল্পী, লতা মঙ্গেশকর এর প্রিয় লেখক) এর সন্তারদের নিয়ে লেখা অত্যন্ত চমৎকার একটা কবিতার রেফারেন্স আছে (তোমাদের সন্তানেরা); সময় থাকলে পড়তে পারেন !! আর কিছু না হলেও নিজের সন্তান-সন্তুতি নিয়ে টেনশন কমে যাবে; সন্তানদের মানসিকতা বুঝে সঠিক গাইডলাইন দিতে পারবেন।
আগামীর বাংলাদেশে; যোগ্যতাহীন নপুংস নয়; দেশপ্রেমিক, সাহসী, যোগ্য নেতৃত্বই বেশী প্রয়োজন !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



