
ছবিটি ঢাকার মৌচাকে অবস্থিত একটি চক্ষু নিরাময় হাসপাতালের। সন্ধায় বা রাতে, যে কেউ হলুদ রঙের এ উজ্জ্বল নিয়ন সাইন বোর্ডের দিকে তাকাবে; তার ভালো চোখও হয়তো এ আলোর তেজ এ ধাঁধিয়ে যাবে !! ভবনের মালিকের না হয় চিকিৎসা জ্ঞান নেই; কিন্তু কোন্ রঙের, কি পরিমান আলো মানব চোখের চোখের জন্য উপকারী -তা এখানে প্র্যাকঠিস করা ডাক্তারগুলোও জানে না !! আচ্ছা বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর-ই কী জানে ??!!
মূলতঃ প্রকৃত জ্ঞানের কাছে সব কিছু, সব শক্তি পরাভুত হয়। মানুষের আত্ম অহংকার, দাম্ভিকতা, পাশবিককতা প্রকৃত জ্ঞানের কাছে মাথা নোয়ায়। মিথ্যা, হিংসা, লোভ, জিঘাংসা মন থেকে উবে যায়। সে মানুষ আরও আরও জ্ঞান আহরনে ব্রতী হয় !! প্রকৃত জ্ঞান তাকে সত্যবাদী, নির্ভিক, নিরহংকারী, অমায়িক, ক্ষমাশীল, দয়ালু; সর্বোপরি একজন মহৎ ও গুনী মানুষে পরিনত করে।
আসলে কি তাই ?? আমি কি মিথ্যা বলছি !!??
তাহলে চারদিকে যে এত এত শিক্ষিত, জ্ঞানীদের (!!) দেখি- তাদের আচার-আচরন, কথা, চলা-ফেরা, আদেশ-নির্দেশ ইত্যাদি কি সত্যিই তাদের জ্ঞানীর সজ্ঞায় ফেলে ??!! আর বেশী লিখতে চাইনা।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


