তুমি জানো না, তুমি আমার কতটা প্রিয়।
তুমি আমার অনুভূতির সেই পাতায় লেখা, যেটা আমি কাউকে দেখাই না।
তুমি আমার মন খারাপের দিনে মাথায় হাত রেখে বলা একটা কল্পনার শান্তি—যেটা কেউ কখনো টের পায় না।আমি যতটা প্রকাশ করি, তার চেয়ে অনেক বেশি লুকিয়ে রাখি তোমাকে।
তুমি আমার খুব গোপন একটা সুখ।
এমন একটা সুখ, যেটার কথা কাউকে বললে মনে হয় বুঝে ফেলবে, আমি কতটা দুর্বল।
তাই চুপ থাকি।
তুমি হয়তো জানো না,
তোমার একটুখানি হাসি—আমার অনেকখানি ভালো থাকার কারণ।
তোমার অজান্তেই তুমি আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় দৃশ্য হয়ে গেছো।
তুমি জানো না...
তুমি আমার খুব গোপন একটা সুখ।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




