
২৪শে মে, ২০১১ নিউ ইউর্ক নিউ জার্সি ট্রেনটন শহরে বেগম খালেদা জিয়া সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। নিউ জার্সিতে সেদিন ছিলো একটি বিশেষ দিন।
সিনেট প্রেসিডেন্ট স্টিফেন এম সুইয়েনের উপস্থিতিতে সিনেটর বারবারা ব্যূনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বায়োগ্রাফী পড়ে শোনালেন। পুরো হল জুড়ে করতালির শব্দে মুখরিত হয়ে উঠলো।
সিনেট প্রেসিডেন্ট বেগম জিয়ার হাতে এরপর তুলে দিলেন "ফাইটার ফর ডেমোক্রেসি" খেতাব সম্বলিত স্বারকটি। মূলত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া "ফাইটার ফর ডেমোক্রেসি" এই বিশেষ সন্মাননা পুরষ্কারটি পান তিনটি কারণে:
১. সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার জন্য তার আপোষহীন সংগ্রাম।
২. সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনড় অবস্থান ও শক্ত হাতে দমন।
৩. নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ নারী সমাজকে স্বনির্ভর হিসাবে গড়ে তুলতে পারার জন্য তার শাসন আমলে নেয়া পদক্ষেপ সমূহের জন্য।
মার্কিন সিনেটররা সেদিন দেশনেত্রীকে এক আবেগঘণ পরিবেশে জানিয়েছিলেন তাদের প্রাণ ঢালা অভ্যর্থনা, অভিভাষণ ও অভিনন্দন। দেশনেত্রী তাদের প্রদত্ত সেই সন্মাননাকে সন্মান দেখিয়ে আশাবাদ ব্যাক্ত করে এসেছিলেন যে, বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্ব হবে হৃদ্যতাপূর্ণ ও সুদৃঢ়।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




