বরিশালের প্রাণ আসন পাঁচ,
সেইখানে উঠে আলাল ভাইয়ের শপথের ঝাঁপ।
জনতার কণ্ঠে যে বাজে গান,
“আসবে আবার আলাল, আনবে সম্মান।
নয় শুধু নেতা, তিনি আশার আলো,
কঠিন দিনে দাঁড়ান, লড়েন নির্ভালো।
সাধারণের পাশে, জনতার ভাই,
তিনি আছেন বলেই স্বস্তির ছায়া ছড়ায়।
গরিবের কান্নায় শোনেন সাড়া,
চোখে তাঁর স্বপ্ন—বরিশালের তারা।
শিক্ষা, উন্নয়ন, শান্তির বারতা,
আলাল ভাই আনে হৃদয়ে কারতা।
যে কথা বলে না অনেক নেতা,
আলাল ভাই বলেন তা বুকের ভেতর থেকে।
দুর্নীতির বুকে চালান বজ্রপাত,
সৎ নেতৃত্বে গড়েন ভবিষ্যৎ প্রভাত।
মোহাম্মদ সাহনিয়াজ
১৯.জুলাই,২০২৫

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




