
প্রিয় দেশবাসী,
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ স্লোগানটি একটি নতুন দৃষ্টান্ত। কারণ সাধারণত নেতারা জনগণকে আহ্বান করেন— “আমাদের ভোট দিন, আমরা দেশ গড়বো।” কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছেন।
তিনি বলেননি— “আমাকে ভোট দিন, আমি দেশ গড়বো।”বরং তিনি দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন— ধানের শীষে ভোট দিন,
দেশ গড়ার সুযোগ নিন।এই একটি বাক্যে লুকিয়ে আছে গণতন্ত্রের মূল দর্শন। কারণ তিনি বুঝতে পেরেছেন— (১) দেশ গড়ার মালিক জনগণ, (২)দেশ চালানোর শক্তি জনগণের হাতে, (৩) আর রাজনীতি কেবল সেই শক্তিকে কাজে লাগানোর মাধ্যম।
তারেক রহমান জনগণকে শুধু ভোটার হিসেবে দেখেননি; তিনি দেখেছেন দেশের প্রকৃত নির্মাতা হিসেবে। তিনি বিশ্বাস করেন, প্রতিটি
ভোট আসলে দেশের ভবিষ্যৎ নির্মাণের ইট। তাই তিনি নিজের জন্য ক্ষমতা চাননি, চেয়েছেন জনগণের অংশগ্রহণ।
__আজ এই স্লোগান আমাদের মনে করিয়ে দে যদি আমরা ভোট দিই, তবে আমরা কেবল নেতা নির্বাচন করি না; আমরা নিজেরাই
আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি।
_________চলুন, আমরা সেই সুযোগ নেই। চলুন, আমরা ধানের শীষে ভোট দিয়ে নিজেদের হাতে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করি।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




