ছবিসূত্র:
নেই ইত্যাদি। সামাজিক যোগাযোগে এর অর্থ দাড়ায় নিক, বা এমন পরিচয় যা দিয়ে তার সামাজিক প্রথাগত পরিচয় নিশ্চিত করা যায় না। অথবা আমার নাম শরৎ হলেও আমি ব্লগে পরিচয় দিতে পারি অনন্ত জলিল নামে। যদিও আমি অনন্ত জলিল নই।
আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করছি এই Anonymous বিষয়ক।
১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
২. কেন চান?
৩. কেন চান না?
৪. অন্য যে কোন উত্তর
দয়া করে কমেন্টের মধ্যে উত্তর দিয়ে বাধিত করুন। অগ্রীম শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



