রক্তঝরা দিনগুলোকে পেছনে ফেলে
স্বার্থান্ধ দলাদলির বিভেদ ভুলে
জেগে ওঠো বীর জনতা দেশ গঠনে,
কুচক্রীর নীল-নকশায় আগুন জ্বেলে
দূর্বিনীতের পাপের রাজে আঘাত হেনে
সুশাসন কায়েম করো দেশ শাসনে।
দ্বারে দ্বারে স্বচ্ছ জ্ঞানের পিদিম জ্বেলে
কু-সংস্কার মুক্ত সমাজ গড়তে হবে,
সাম্প্রদায়িক রেষারেষি বিবাদ ভুলে
প্রাণের ছোঁয়ায় মাতৃভূমি গড়ব সবে,
সৎ ও যোগ্য নেতা পৎ দেখাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




