১. অং রাখাইন পরিচালিত প্রথম চাকমা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর থেংগারি’, যা ইংরেজিতে ‘মাই বাইসাইকেল’ নামে পরিচিত। পার্বত্য অঞ্চলে চাকমা জনগোষ্ঠীর জীবনধারার গল্প নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে, যেখানে একটি বাইসাইকেলকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠেছে। ৬৪ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চাকমা সম্প্রদায়ের সদস্যরা। সেনাবাহিনীর আপত্তির কারণে এই সিনেমাটি মূলত সেন্সরবোর্ড থেকে মুক্তির অনুমতি পায়নি।

২. ২০০৫ সালে তানভীর মোকাম্মেল এর ডকুমেন্টারি ‘কর্ণফুলীর কান্না’। সেখানেও অং রাখাইন এর 'মর থেংগারি' র মতো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের জীবনের গল্প চিত্রিত করা হয়েছিলো । তানভীর মোকাম্মেল বলেছিলেন, ‘যখন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সামরিক অভিযানে নিয়োজিত ছিলো তখন প্রামাণ্যচিত্রে পার্বত্য জনগণের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশের কারণেই ছবিটি নিষিদ্ধ করা হয়েছিলো’ ।
সেন্সর বোর্ডের মতো কর্তৃত্বমূলক সংস্থা দ্বারা চলচ্চিত্রের নিয়ন্ত্রণ বন্ধ হোক। চলচ্চিত্রে হোক মুক্ত ।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




