এক জন বলে ছিল পৃথিবীর পথে নামতে
সেই থেকে চলছি হেটে এই পথে
পথের শেষ জানা নেই তবু চলছি অবিরাম
আমি পথিক এক উদ্দেশ্য হীন
নেমেছে অজানার পথে ঠিকানা জানা নেই
ঘড়ির কাটার সাথে সময় পেরিয়ে যায়
তবু পথের শেষ হয়না কখনও
ভাবি যেদিন সময় ফুরিয়ে যাবে
সেদিন খুজে পাব আমার ঠিকানা।
হয়তো সেদিন দেখা পাব সেই এক জনের
যার সময় হয়তো ফুরাবেনা তখনো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




