জানি তুমি অনেক কিছুই পার
আমাকে তুমি দশবার কিনে
দশবার বিক্রি করতে পার
বিক্রি করতে পার তুমি আমার
প্রতিটি অঙ্গ এমনকি রক্ত কনাও
কিন্তু বিকোতে পারবেনা
আমার হৃদয়টি, যেখানে অনেক
ভালোবাসা জমা হয়ে আছে।
এক ফুতে তুমি উড়িয়ে দিতে পার
টেবিলে রাখা ভালোবাসার চিরকুটগুলো
উড়িয়ে দিতে পার তোমাকে নিয়ে লেখা
কবিতার খাতার পোড়া ছাইগুলো
বুকপকেটে রাখা সব টাকা তুমি
উড়িয়ে দিতে পার এক মুহূর্তে
কিন্তু বুকের ভেতরর রাখা ভালোবাসা
তুমি উড়াতে পারবেনা কখনো।
তুমি আগুনে ঝলসে দিতে পার
আমার সবটুকু , প্রতিটি অঙ্গপ্রতঙ্গ
হতে প্রতিটি লোম কুপ পর্যন্ত সব,
পুড়িয়ে ছাই করে দিতে পার এক মুহূর্তে
ঝলসে দিতে পার আমার হৃদয়টা সব টুকু
তবু ঝলসাবেনা কখন হদয়ে রাখা ভালোবাসাটুকু
ভালেবাসা আগুন চেনেনা, চেনেনা পানি
শুধু চেনে প্রিয়তমকে, যারজন্য সে অনির্বান
সেই শুরু থেকে আজও অকৃত্তিম অবিরত।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




