নদী পাড়ে কুড়িয়ে পাওয়া ভালোবাসা নিয়ে
কত পথ চলেছি আমি, কত দুর পথ ?
আমিও জানিনা নদীও জানেনা
বয়ে চলি শুধু আমি আর নদী
একই পথে আমি ভাসমান নদীতে
আর নদী বয়ে চলে আমার নিয়ে
অবিরাম দুজনা একসাথে
বহু দিন থেকে চলছি এ পথ
কোথায় শেষ, আমিও জানিনা নদীও জানেনা
ভাসমান আমি ,আছে সাথে ভাসমান
সেই ভালোবাসা, দেইনি কাউকে এখনো
যার সাথে চলছি এ পথ যে আমায়
বয়ে নিয়ে চলে দেইনি তাকেও এখন
আসলে ভালো বাসা কি
আমিও বুঝিনা নদীও বোঝেনা
সেই ভালোবাসা ফিরিয়ে দিলাম পাড়ে
ভালোবাসা ছাড়াই যে নদী আমি
বড্ড ভালো, বড্ড একসাথে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




