-নাহহহ (with আহ্লাদ)
কি হইছে বল আমাকে , কি বলবা না ??
-কিছু হয় নাই তো
কি এখনো চকলেট দেই নি বলে মন খারাপ ?? আচ্ছা আমি দিব । আগে চোখ বন্ধ করো ...
এই যে নেও...
-কই চকলেটটট...?? তোমার হাত তো খালি... যাও মিথ্যুক ।
বাবু তুমি দেখি এখনি হাতে তুলে বুকে কষ্ট মাখাতে শিখে গেছো। আচ্ছা আমি মিথ্যুক ... এখন শোন ,আমি যদি তোমাকে একটু ভালবাসা দেই তোমার কষ্ট মুছতে তুমি কি নিবা ? একটুই দিব বেশি না কিন্তু ...
-হুম নিব, তবে একটু কেন ?
চোখ বন্ধ করো ...
-না করবো না এবারো তুমি মিথ্যা বলবা ... দিবা না আমি জানি...
না দিব , করো না !!
কই ভালবাসা ?? তুমি না বললা দিবা...তুমি আসলেই একটা মিথ্যুক...
বাবুর আমার মন ভালো নেই
দেই নি বলে চকলেট
সত্যি বলছি আর হবে না এমন... হবে না আর late
ইচির মিচির , চামচিকে গরু খাচ্ছে ঘাস
এই যে তোর চকলেট বাবু... এখন একটু হাস...
© Anas Hassan
বি. দ্র ঃ ভবিষ্যতে আমার gf যখন চকলেট না পেয়ে গাল ফুলাই বইসা থাকবে তখন এভাবে তার রাগ ভাঙ্গাবো। অলীক কল্পনা... lul re lul

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


