বলেছিলে আগুনে তোমার আকর্ষণ আছে,
তাই ভাবলাম ভালবেসে টেনে নিব কাছে।
অথচ এক স্পর্শে তুমি ঝলসে গেলে,
আমায় স্নিগ্ধ মোমবাতি ভেবেছিলে?
বড় ভুল করেছিলে আমাকে চেনার
বুঝতে পারনি আমি দাবানলের অঙ্গার।
মোমের তাপেই ক্ষমতার সীমা তোমার,
তাহলে কাছে আসার কি ছিল দরকার?
সইতে পারবে না তুমি আগুনের উত্তাপ,
অঙ্গার হয়ে জন্মানোই কি আমার আজন্ম পাপ?
০৭ ০৪ ১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


