প্যারোডি পড়তে সব সময় ই ভালো লাগে ।
মাঝে মাঝে এক দু লাইন লিখি ও।
তবে খুব একটা ভালো লিখতে পারি না ।
কিছুদিন আগে কোন এক ব্লগারের লিখা (নাম মনে নেই) আমি হয়তো মানুষ নই এর ব্লগীয় ভার্সন পড়েছিলাম ।
আজ আমি এর ফেসবুক ভার্সন নিয়ে এলাম ।অসংগতি বা ভুল থাকতে পারে ,শুধরে দিলে খুশি হবো ।
%আমি হয়তো ফেসবুকার নই%
আমি হয়তো ফেসবুকার নই ,
ফেসবুকারগুলো অন্যরকম ।
স্ট্যাটাস লিখে ,কমেন্ট করে,
এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইলে যায় !
ফেসবুকারগুলো অন্যরকম !
মেয়েদের স্ট্যাটাস দেখলে দৌড়ে যায় !
আমি হয়তো ফেসবুকার নই ।
সারাটাদিন অনলাইনে থাকি ,
চুপ করে বসেই থাকি !
পোক করলে টের পাই না ,
ফটো ট্যাগে আহ্লাদিত হই না ।
অনেকদিন ভালো একটা নোট ও লিখি না।
কি করে তা ও ফেসবুকে আছি,
স্ট্যাটাস পড়ছি !
সকাল বেলা,দুপুর বেলা
অবাক করে
সারাটাদিন ফেসবুকেই আছি ।
আমার মত .....
অবাক লাগে.....!
আমি হয়তো ফেসবুকার নই,
ফেসবুকার হলে পেজ থাকতো,
ফেক আইডি থাকতো , গ্রুপ থাকতো ।
রাত্রিবেলায় গ্রুপে আড্ডার লোক থাকতো,
গ্রুপের ওয়ালে হরেক রকম পোস্ট থাকতো ।
আমি হয়তো ফেসবুকার নই,
ফেসবুকার হলে ফেক আইডি দেখে হাসবো কেন?
ফেসবুকারগুলো অন্যরকম ।
স্ট্যাটাস থাকবে ,
স্ট্যাটাসে লাইক থাকবে ,
সবার মতো অজস্র ফ্রেন্ড থাকবে,
সুন্দর একটা প্রোফাইল পিকচার থাকবে ।
ইনবক্সটা মেসেজে ভরা থাকবে ।
ফেসবুকার হলে
ওয়ালপোস্ট থাকতো,
সেসব পোস্টে অভিমানের কথা থাকতো ।
হরেক রকম বন্ধু থাকতো ,
পেজের মধ্যে লাইক থাকতো,
কেয়ার করার লোক থাকতো,
হঠাৎ করে ব্লক হবার ভয় থাকতো ।
আমি হয়তো ফেসবুকার নই,
ফেসবুকার হলে ফেসবুক নিয়ে প্যারোডি লেখা
আর হতো না,
ফেসবুক ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।
ফেসবুকার গুলো মেয়েদের স্ট্যাটাস দেখে দৌড়ে যায় ;
অথচ আমি এসব দেখলে পিছিয়ে যাই,
অবহেলায় নিরবে চাপা কষ্টে বুকটা জাপটে ধরি ।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



