ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ইউক্রেনের বিরোধিতা করে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। প্রস্তাবটি উত্থাপনের শুরুতেই এর বিরোধিতা করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের অবস্থান আরও স্পষ্ট করল। তবে বিরোধিতা সত্ত্বেও শেষে প্রস্তাবটি পাস হয়।
এরপর নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। সেখানে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটিতে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই।
নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পাস হলেও সেখানে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্রের দুই অন্যতম মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স।
জাতিসংঘে এমন এক সময়ে প্রস্তাবটি উত্থাপন করা হলো যখন হোয়াই হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে নিজেদের মতপার্থক্য দূর করার চেষ্টা করছিলেন।
শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিলে এই হয় ফল ‼️
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




