আমি রাজনীতির কিছুই বুঝিনা। অনেক বড় বড় রাজনৈতিক মহাজনদের সামনে আমি আসলেও গরু ছারা আর কিছুই না। তবে মহান সৃষ্টিকর্তা আমার মাথায়ে ভাল আর খারাপ বোঝার মত ক্ষমতা দিয়েছেন। তাই দিয়েই আমি বর্তমান সরকারের কিছু দিক নিয়ে কথা আপনাদের সাথে "শেয়ার" করতে চাই।
গত তত্তাবধায়ক সরকারের আমলে দেশ আসলে কোন দিকে আগিয়েছে তা আমি ঠিক জানিনা। মাঝে মধ্যেই আমার বন্ধুদের সাথে কথা হত তা নিয়ে। দেশ যেরকমই চলুক না কেন, "আর্মি" দ্বারা তা পরিচালনা করা আমরা কেউই খুব একটা পছন্দ করতাম না। যে যাই বলুক না কেন, সবাই মনে মনে কোন না কোন রাজনৈতিক দলকে সমর্থন করে। আমরাও করতাম। তাই এই "আর্মি" সরকার আমাদের খুব একটা পছন্দের ছিল না।
তারপর এল সেই কাঙ্কক্ষিত নির্বাচন। আমরা নতুন ভোটার। বিপুল উৎসাহের সহিত ভোট দিতে গেলাম। মনে খুব আনন্দ। বিশ্বাস, এইবার নিশ্চই হবে সত্যের বিজয়।
বাংলাদেশে এক সরকার পর পর দুবার আসবে ভাবাটাই বোকামি। আমরাও তা আশা করিনি। দিন বদলের চিত্তে "দিল" তখন ভরপুর। আহা, সে কি অনুভূতি। ভাবলাম, দেশে হয়ত এইবার আসলেও উন্নতি হবে।
কিন্তু হায় কপাল। আবার দেখি সেই পুরনো ছবি। আগের থেকেও খারাপ অবস্থা। সেই মারা-মারি, সেই কাটাকাটি। তবে কি ভুল করেছিলাম আমরা? এত বড় ধোকা? কেউ কি নেই যে আসলেও এই ছোট্ট দেশটার ভাল চায়? সেই পুরানো দুর্নীতি, সেই পুরানো রাজনীতি। তাহলে কোথায় গেল দিন বদলের সেই মিথ্যে বাণী?
কেউ নেই এসব প্রস্নের উত্তর দেবার জন্য। এসব প্রস্ন করাও এখন "পাপ"। হয়ত আমাকেই জেলে যেতে হবে। কে জানে কখন কি হয়? কেউ জানেনা। তবে নতুন এ ভোটারের কাছ থেকে একটাই আবেদন, সচ্ছ রাজনীতি করুন, ধুম্রজালের আড়ালে হয়ত এই কয়েক বছর, কিন্তু তারপর?
আশা করি পাঠকেরা উত্তরটা জানেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




