এই সামুতে যারা ব্লগিং করে তাদের খুব বড় একটি অংশ অবশ্যই তরুণ। পাঠক, তর্কের খাতিরে ধরে নিলাম আপনার বয়স ৩৩। তার মানে ১৯৯০ সনের বিশ্বকাপ যখন চলে তখন আপনি নিতান্তই একটি নাবালক ছেলে। কর্নার বা ফাউল কি জিনিস তাও ঠিক মত বুঝেন না। বুঝেন কি বুঝেন না সেটা নিয়ে না হয় তর্ক নাই করলাম। তবে এটা বলতে পারি যে আপনি ৯০ এর বিশ্ব কাপ দেখেননি। ঘরে টিভি থাকলেও আপনি রাত ১০টার পর মুখে আঙ্গুল ঢুকিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়তেন। তার মানে আপনি ৯৪ সালের বিশ্বকাপ থেকে খেলা দেখে আসছেন। এখন আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন তাহলে ৯৪ এর পর থেকে এ পর্যন্ত আপনি কি দেখে আসলেন? ১৯৯৪- Round of 16, ১৯৯৮ -Quarter-finals, ২০০২ -Round 1, ২০০৬- Quarter-finals.
তার বিপরীতে আমরা ব্রাজিল সাপোর্টারেরা কি দেখলাম? ১৯৯৪- চ্যাম্পিয়ন, ১৯৯৮- রানার আপ, ২০০২- চ্যাম্পিয়ন, ২০০৬- কোয়ার্টার ফাইনাল।
পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা কোন দিনও ব্রাজিলের সাথে প্রতিযোগীতায় আসে না এবং আসার যোগ্যতাও রাখেনা। আর্জেন্টিনার প্রতিযোগিতা হবে জার্মানি এবং এর পর ইতালির সাথে।
উপরের পরিসংখ্যান থেকে কি বুঝলেন? ব্রাজিলের একমাত্র প্রতিদ্বন্দ্বী হওয়ার ক্ষমতা রাখে ইতালি। সুতরাং আমরা ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনাকে গোনায় ধরছি না।
এক ম্যারাডোনা সেই কোন কালে একটু ভাল খেলেছিল সেই মোহে পড়ে থাকা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি ম্যারাডোনার খেলা দেখতেন তাও একটি কথা ছিল।
সব শেষে আর্জেন্টিনার সমর্থকদের জন্য অগ্রিম সমবেদনা।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



