১
এক বোকা-সোকা ধনীর দুলালি মধ্যরাতে রাস্তায় নেমেছে গাড়ি ড্রাইভ করতে,মাঝপথে তাকে পুলিশ আটকালো,মজার বিষয় হল পুলিশ অফিসারটি ছিল মাতাল।
-লাইসেন্স দেখি?-তরুণীর লাইসেন্স খুঁজলেন পুলিশ অফিসার।
-লাইসেন্স কী জিনিস?
-লাইসেন্স চেনো না?ঐ যে চৌকোণা একটা জিনিস যেখানে তোমার ছবি থাকে...।
অফিসারের কথা শুনে তরুণী হাতব্যাগ থেকে একটা ছোটো আয়না বের করে দিল।
আয়না দেখে অফিসার বললেনঃ আরে আগে বলবেন তো আপনি একজন পুলিশ অফিসার,
তাহলে তো অনেক আগেই ছেড়ে দিতাম...
২
ঝন্টু : দোস্ত, মেয়েদের প্রপোজ করার
সবচাইতে নিরাপদ জায়গা কোনটা?
মন্টু : শহীদ মিনার৷
ঝন্টু : শহীদ মিনার কেন ?
মন্টু : কারন
.
.
.
.
.
ঐখানে কারো পায়ে জুতা থাকে না ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৩
ক্লাশে স্যার অংক বুঝাইতেছেন
স্যার> বলোতো, একটা খাচায় দশটা শিয়াল ছিলো। সেখান থেকে চারটা খাচার চিপা দিয়া ভাগলো, বাকী থাকলো কয়টা?
ছাত্র> স্যার, আপনি মনে হয় শিয়ালের চরিত্র সমন্ধে কম জানেন
-৪
ট্রেনের টিকেটের জন্য
গিয়ে দেখি টিকেট
কাউন্টারের সামনে বিরাট বড় লাইন।
কোনো টিকেট পাওয়া যাচ্ছেনা। এমন
সময় এক
লোক লাইন থেকে বেরিয়ে এসে বলল,
শালা, এই
ষ্টেশন মাষ্টারকে আমি খুন করব।এই
বলে চলে গেলেন এবং তার
একটু পরেই তিনি ফিরে এলেন।
:কি ভাই, খুন করতে পারলেন?
:না ভাই।
:কেন?
:ওখানে এর চেয়েও বড় লাইন
---------------------------------
ভাল থাকুন সবাই কিছু হারাইলে গুগলে সার্চ দিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



