ইদানিং কোনভাবেই সময় হয় না একটু লিখালিখির সময় বের করবো। এত ব্যস্ত থাকতে হয় ফিল্ড নিয়ে যে কলম হাতে নেওয়ার আগে অস্ত্র নিয়ে পাহাড়া দেওয়া দায়িত্ব পরে যাই সীমানা ডিউটি দেওয়ার, আজ সহকর্মী দীর্য অসুস্ততার পর নিজ দায়িত্ব বুঝে নেওয়ায় আমি একটু কলমে হাত দিতে পারলাম, সে যাই হউক।
লিখি কম তাই ভাল লেখা লিখতে চাই সবসময়। যদি ও ভাল লেখার জন্য পরিবেশ পরিস্হিতি একটা বিরাট ফ্যাক্টর, যে পেশায় নিয়োজিত আছে তাতে সব সময় মনে হয় কিছু একটা ঘটছে কোথাও যা ভাবাটা অমুলক নয়। কারণ সারাদেশে আমার মত দায়িত্ব নিয়োজিত আছে প্রায় ৪ লাখ কর্মী যাদের সবার আচরণ আমার পক্ষে জানা সম্ভব নয়।
দেশ নিয়ে লিখতে গিয়ে পেশা ঢুকে পড়ছে। স্বাভাবিক আমার পেশা আমাকে সব সময় ব্যস্ত রাখে নাশকতার ব্যাপারে সব সময় সচেষ্ট থাকতে। তাই বলছি আমি চিলের মত সারাক্ষণ (যতক্ষন ডিউটিতে থাকি) কোনপ্রকার নাশকতা না ঘটুক তেমন সজাগ থাকি আর মন প্রাণ দিয়ে দেশের মানুষের জন্য দোয়া করি যেন কোন পরিবার নাশকতা দ্বারা আক্রমন না হয়, না হয় কোন প্রাণ সংহার, দেশ যেমন আমার ভীযণ প্রিয় তেমনি দেশের মানুষগুলো ও আমার প্রিয়। যাই হউক, আজ এ পূর্যন্ত, সকলকে শুভ ব্লগিং। সুস্ত থাকুন ভাল থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




