*বড়ই পরিতাপের বিষয়ে যে এই ব্লগে যতগুলো টেস্টপোস্ট ও সাময়িক পোস্ট হিসেবে দিয়েছি- সেরা সেরা মন্তব্যগুলো যেন সেই পোস্টটি এসেছে

আপডেটঃ ২৬শে অক্টোবর গতকাল রাত ১১টা পর্যন্ত(আমার তখন জেগে থাকার শেষ সময়) ব্লগ একেবারে হ্যাং হয়ে গেল! আমার পোস্ট দেবার পরেই তিনজন হেভিওয়েট ব্লগার (জুন আপু, অপু তানভীর ও সত্যপথিক সাইয়্যান) পোস্ট দিয়ে বেশ বে-কায়দায় পড়ে গেল। চয় ঘন্টা বাদে একবার ফাঁকে ফোকরে ব্লগে ঢুকে দেখি জুন আপুর পোস্টে মন্তব্য নেই। এমনটা হয়নি কখনো এর আগে। আমি একজনের মন্তব্যের উত্তর দিতে গিয়ে তিনবার গোত্তা খেলাম। ব্লগকে সচল করতে গিয়ে উলটো নিজে নাকাল হলাম। জানি না গেছো দাদার বদ দোয়া কি না তবে * ব্লগ কতৃপক্ষকে এতদ বিষয়ে আরেকটু নেক নজর দেবার অনুরোধ রইল।
এটি একটা টেস্ট/সাময়িক পোস্ট। গাজায় মাথা হ্যাং করে দিয়েছে- তারপরে আবার ব্লগ হ্যাং হয়ে আছে! দেখি সবকিছু একটু সচল হয় কি না!
সৌরভ আহমেদ সকাল ৮ঃ০০ থেকে ৯ঃ০০ টার মধ্যে ১৩ খানা পোস্ট দিয়েছেন - তার মধ্যে মডারেটর সম্ভবত বুদ্ধি করে ৯ খানা পোস্ট আটকে দিয়েছেন না হলে প্রথম পাতায় তার পোস্টে সয়লাব হয়ে যেত ( টেকনোলজির উল্লম্ফন দেখে তিনি নাকি উন্মাদ হয়ে গেছেন!!)। ব্লগে ব্লগারেরা ঢুকছে আর বের হচ্ছে। সবাই মোটামুটি হতভম্ব! যারা পড়তে আসছে তারা পড়ার কিছু পাচ্ছে না -যারা কিছু লিখতা বা পোস্ট দিতে আসছে তারা ভয়ে দিচ্ছে না। বিশেষ করে ব্লগের কবিকুল এমন বিপদে পড়েছে কম! ( অনেক কথা মাথায় এসেছিল উনারা রাগ করবেন বলে আর বললাম না

সুদীর্ঘ প্রায় ১৪ বছর ধরে ব্লগিং করা ডঃ রিম সাবরিনা জাহান সরকার দারুন লিখেন সেটা নিয়ে কোন সন্দেহ নেই। ব্লগের অনেকেই তার লেখা পরার জন্য অপেক্ষা করেন। কিন্তু সমস্যা হল সম্ভবত ব্যাস্ততার কারনে ব্লগারদের সাথে তার মিথস্ক্রিয়া একেবারেই কম সেজন্য হয়ত ব্লগে দিনের বা সপ্তাহের সেরা পোস্টটি দিয়েও তার পোস্টে মন্তব্যের সংখ্যা ভীষন কম থাকে।
ওদিকে সাত আট বছর ধরে ব্লগিং করা ওপার বাংলার অতি আদরের আমাদের 'গেছো দাদা' মাঝে মধ্যে আমাদের রম্য দিয়ে হাসিয়েছেন বটে কিন্তু ব্লগারদের সাথে কম মিথস্ক্রিয়ার কারনে তার দুষ্টু মিষ্টি জোকসে সেভাবে মন্তব্য আসেনি। তবে অনেকেই বেশ মজা পেতেন নিশ্চিত।
আচমকা কি হল দাদার- ব্লগে বিদ্বেষ ছড়াতে শুরু করলেন! মাত্র বছর খানেক আগে তিনি কেন যেন এই ভোল ভোল পাল্টালেন আল্লা মালুম!
তার 'একটি পারিবারিক গল্প' পড়ে আমার মনে হয়েছিল এটা তার লেখা নয়। কারন এমন বাজে লেখা তিনি লিখতেই পারেন না বলে আমার মনে হয়েছিল সেটা আমি তার লেখাতেই মন্তব্যে বলেছিলাম। তারপরেই বাংলাদেশএর নাটক, বাংলাদেশের সংবাদ পাঠিকা এইসব শীরোনামে যাচ্ছেতাই ভাবে তিনি বিদ্বেষ ছড়াতে শুরু করেন। সেই সাথে ব্লগারেরা তাকে চিনতে শুরু করে বেশী বেশী - গালিগালাজ করে, তিনিও মজা পান। এটাই যেন তিনি চাচ্ছিলেন।
আর এখন তিনি ভয়ঙ্কর রকম বিদ্বেষ ছড়াচ্ছেন- সেটা কখনো জাতিগত কখনো ধর্মীয়। আর যেখানে জানে বুঝে বা না বুঝে ভুল পথে পা দিচ্ছেন কিছু ব্লগারেরা। তার এজেন্ডা সফল হচ্ছে। সাবধান আমার কেন যেন মনে হচ্ছে ইনি সেই 'গেছো দাদা' নন। আমার কেন যেন মনে হচ্ছে উনার আইডি হ্যাক করে কিংবা উনার অনুমতি নিয়ে অন্য কেউ সেটা চালাচ্ছে। এবং বিশেষ কোন উদ্দেশ্যে ব্লগারদের মাঝে উস্কানি ছড়াচ্ছে!
আমরা এই বিশ্রী একটা ব্লগিং নিয়ে কি জগন্য কুরুচিপূর্ণ ভাষাই না ব্যাবহার করছি। অতীতেও হছে এমন তবে তখন হাজার হাজার ব্লগার ছিল। এখন আমরা মুষ্টিমেয় ক'জন আছি। সবাই সবাইকে প্রায় নামে চিনি- আসুন ফের ভাবি; ব্লগ ও ব্লগারদের মান কোথায় নেমে যাচ্ছে??
অতএব সাধু সাবধান!!