এই নিয়ে তৃতীয় বারের মত মিরপুর গেলাম গাড়ীর ট্যাক্স টোকেন আর ফিটনেস করানোর জন্য। আজ মাত্র ১ঘঃ ১৫মিঃ কাজ শেষ করলাম। বলা যায় কোন ঝামেলা ছাড়াই। টাকা জমা দিতে কোন লাইন নাই। সব ধরনের ফিস ওখানেই জমা দিতে হয়। ফিটনেস চেকের পর, কাগজ জমা দিতে ১ টা লাইন ভীড় একটু আছে, তাও ৩০ মিনিটে জমা ও ফিসনেস পেপার পেলাম। সত্যি ভাল লেগেছে।
দালাল প্রসঙ্গঃ
প্রথম (২০১০) বারের অভিগ্গতা ছিল ভয়াবহ। ৭০০ টা দালাল কে দিয়ে কাজ শেষ করেছিলাম ৫/৬ ঘন্টায়।
দ্বিতীয়বার (২০১১) দালাল কে দিয়েছিলাম ২০০টাকা । আর গাড়ীর রং নস্ট থাকার অপরাধে(! )
তৃতীয়বার (আজ)ঃ কাগজ পত্র নিয়ে দৌড়ঝাপের জন্য ২০০ টাকায় একজন কে কনটাক্ট করলাম । আর গাড়ীর ছালচামড়া নস্টের অপরাধে(!) ৫০০ টাকা রেডি রাখলাম। কিন্তু লাইনে গিয়ে দেখি সিকিউরিটির লোকটা দালাল কে দাড়াতে দিচ্ছে না। কাগজপত্র নিজের হাতে নিয়ে আগালাম । চেক হল। পাশ। আলহামদুলিল্লাহ(
প্রত্যাশা আপনারা কেউ গেলে দালাল ধরবেন না।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




