জোছনা এসে পড়ে আমার জানালায়
আর মৃদু শব্দে প্রবেশ করে তোমার কলেবর,
কে তুমি? জিজ্ঞেসি আধারে.......
সহসা বাতাস ছুয়ে যায় তোমার চুল,
আমি আচ্ছাদিত হয়ে যাই
পবিত্রতায় ঢেকে যায় কলুষিত যত মেঘ,
ভালোবাসা, পূর্ণতা দিয়েছ,
ভাবাও নি কখনও।
কেন ভালোবাসি, জানতে দাওনি।
তাই হয়তো ভালোবেসে যাই, তোমায়; শুধুই......তোমায়।
হায় চাদ তুমি কেন মুঠোয় আস না,
পূর্ণতা চায় ভালোবাসার হৃদয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





