থলে থেকে কালো বিড়ালটি বেড়িয়ে পড়ে না কি কালো বিড়ালটিকে থলে থেকে ছেড়ে দেওয়া হয়, তা যদি আমরা বুঝতে এতো দেরী করি তাহলে আর কি করব বলুন। আসুন মাননীয়(?) রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের পাশে দাড়িয়ে বলি তোমরা পড়লেখা করবা না কচু, তোমরা ঘুষ খেতে পারবা না কচুঁ , আবার আজেবাজে প্রশ্ন করবা।
দেশটার ৬০ ভাগ মানুষ পাকিস্তানের দালাল, ৩৫ ভাগ মানুষ ইন্ডিয়ার দালাল শুধু মাত্র থলের ভিতরে কালো বিড়াল পোষার ব্যয়ভার বহন করতেই।
এই ঘটনায় কেউই জড়িত নয় আবার সকলেই জড়িত বলেই ধরে নিচ্ছি।
কালো থাবা যদি সাদা বেড়ালেরও থাকে তবে সিটি কর্পোরেশনগুলোর উচিত অবিলম্বে বিড়াল নিধন কর্মসূচীতে নামা। এত্তো বড় বড় মানুষগুলোর ধূতি ও লূঙ্গি খুলে গিয়ে রাস্তায় নগ্ন দাড়িয়ে অশ্লীল স্বগোক্তি ও দম্ভ শুনে আমার শিশুটি যে মুচকী হাঁসে তা যেন মিডিয়া আবার ফটোসেশন বানিয়ে না ফেলে তার জন্য একটা পর্দা দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




