অভুক্ত রমনীদের শরীরে যে চিহ্ন থাকে,
প্রথম ক্ষয়ে যাওয়ার আগে,
বেহায়া রমনীদের শরীরে নতুন শিকারের লোভে,
প্রেমহীন বেদনার যে চিৎকার থাকে
প্রথম প্রেমে পড়ার আগে,
তাকে একটাই নাম দাও ক্ষুধা
তাকে একটাই নাম দাও ক্ষুধা
হাঁটু পর্যন্ত শাড়ী তুলে দাও
নাভীতে অলংকার পড়ো,
তার একটু নীচে, উল্কি আকোঁ
শব্দ মুচলেকা দাও
তবুও বলো, মুখ ফুটে বলো,
স্পর্শ, চুম্বন, ঘনিষ্টতা চাই,
বদনাম চাই, ফসল চাই তোমার বীজের।
আহম্মদ শিবু
১৫/০৮/২০১২ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




