
ঘটনা...
এক দেশে এক রাজা ছিল। সে চীন থেকে একটি লাস্যময়ী দাসী অানল। সে যখন দাসীটিকে আবৃত করতে গেল। দাসীটা তাকে বাধা দিল। দাসীকে সে তার এক দাসের কাছে দিল। দাসটি ছিল কৃষ্ণাঙ্গ। তার ওপরের ঠোঁট ছিল নাকের ছিদ্রের সাথে লাগানো। আর নিজের ঠোঁটও অনেক নিচে। পরের দিন সকালে যখন দাসীটকে আনতে বলা হল, তখন দেখা গেল দাসটি তার সতীত নষ্ট করেছে ফেলেছে। রাজা রেগে আগুন। সে বলল, দাসটি একটি রাত অপেক্ষা করতে পারল না। সে দাসকে হত্যা করতে উদ্যত হল। তখন রাজার পরিষদের এক জন তাকে বলল, দাসীটিকে আপনি দাসকে দিয়ে দিন। কারণ যে যেটা পায় না, সে তা পেলে তো যথেষ্ট ভোগের আপ্রাণ চেষ্টা করবেই।
ব্যাখ্যা...
প্রখর রৌদ্রের মাঝে ক্লান্ত পথিকের কাছে ঝরনাই মুখ্য। যতই না সেখানে প্রাণ হরণের বা ক্ষতির উপাদান থাকে।
পরিশিষ্ট
কোন বিষয়ের জন্য লালায়িত ব্যক্তির কাছে ওই জিনিসটি পাওই প্রধান। যদিও তাতে বিপদ থাকে বা অন্যের অনেক বড় ক্ষতি হয়।
মুল ভাবনা- সংগৃহীত
লেখা- নিজ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



