
সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ হয়েছে বিক্রি হয়ে গেছে বগুড়ার ঐতিহাসিক নওয়াববাড়ি।
তবে সংবিধানের ২৪ নম্বর ধারায় বলা হচ্ছে, “বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন”
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতিবিজড়িত প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ‘নওয়াববাড়ি’ (নওয়াব প্যালেস) । বাড়িটি প্রত্নসম্পদ হিসেবে ঘোষণার কাজ করছিল সংস্কৃতি মন্ত্রণালয়। এসব বিশেষ স্থান সংরক্ষণের বিষয়ে আমাদের সংবিধানে বলা আছে। এসব সংরক্ষণ ও নিয়ন্ত্রন করবে রাষ্ট্র।
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের সংবিধানের বিধানগুলো অগ্রাহ্য না করা হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



