ও মেয়ে তুমি শোননা, আমার একটা বাসনা
বানাবো এক বাড়ি;
একশ বিঘা জমিনে, থাকবে বাড়ি মাঝেতে
তুমি হবা রাণী।
সেই বাড়িতে থাকবে দীঘি, করবে তুমি স্নান
দীঘির পাড়ে গাছের ছায়ায়, করবো শরাব পান
থাকিবে ফুলের বাগান, তোমার প্রিয় ঝরণা
আমার বাড়ি দেখতে লোকে, দিবেই দিবে ধরণা
বিকেল হলে সবুজ ঘাসে, হাটবো দুজন খালি পায়ে
রাখবে তুমি হাতটি ধরে, নইলে দেব আড়ি।
হরেক রকম বৃক্ষ লতা, থাকবে আমার বাড়ি
আনন্দেতে মাতবে, তোমার পোষ্য পশু পাখি
সন্ধ্যা হলে দুজন মিলে যাব বাড়ির ছাদে
আমার কাঁধে মাথা রেখে, চাঁদ দেখিবে রাতে
গানের আসর বসাবো, গান তোমারে শোনাবো
গানে গানে বলব তোমায়, আমার জীবন কাহিনী।।।।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




