মাঝে মাঝে নিজেকে খুব অচেনা মনে হয় । আমি দৌড়ে আয়নার সামনে যাই । কপালে কয়েকটা ভাঁজ, চোখের দৃষ্টি অনির্দিষ্ট , অস্পষ্ট ।
আমি সমান্তরাল এক রেখায় পথ চলি । ছায়াহীন, গন্তব্যহীন সে মন পথে আমি একা এবং একা ।
সম্ভবত পৃথিবীর প্রতিটা মানুষের কোন না কোন সময় এই উপলদ্ধি হয় যে , আমি কারো নই, কেউ আমার নয় । সম্ভবত প্রতিটা মানুষই জীবনে কোন না কোন সময় নিজের কাছে নিজেই প্রশ্ন রাখে, আমি কে ?
কেউ তার জবাব খুঁজে পায়, কেউ পায় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


