ভাগ্যিস আমার যাবতীয় 'চিকিৎসা'র দ্বায়িত্ব 'মহামান্য সরকার'এর হাতে ন্যস্ত নেই !! কেন বলছি...
ক'দিন হলো প্রচন্ড ঘাড় ব্যথা করছিলো...ব্যক্তিগত ডাক্তারের সাথে কথা বলে 'মায়োলাক্স' খাচ্ছি নিয়ম করে। উপশমও হচ্ছে ধীরে ধীরে। পরশুদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম '' সো ফুল অব পেইন, রেডী টু গো ইনসেন''... এই স্ট্যাটাস এ আমার মেডিকেল পড়ুয়া ছোট বোন খুব সুইট একটা কমেন্টও করেছিলো...হেসেছিলাম পড়ে...পাঠক ক্ষমা করবেন একান্ত ব্যক্তিগত এইসব কথা আপনাদেরকে শোনাচ্ছি বলে..।
গতকাল সন্ধায় 'ফেসবুক' সাময়িক বন্ধের খবর শুনে প্রথমেই যে অনুভূতি হলো...''ভাগ্যিস আমার যাবতীয় 'চিকিৎসা'র দ্বায়িত্ব 'মহামান্য সরকার'এর হাতে ন্যস্ত নেই !! '' 'সরকার' হ্য়তো আমার ঘাড়ব্যথা সারাবার সহজ উপায় হিসেবে ঘাড়টাই কেটে ফেলতো !!
পূনশ্চ: মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবার উদাহরণটি বহূল উদ্ধৃত হলেও, র ব্যক্তিগত অনুভূতির সাথে মিলে যাওয়ায় ...........আর ফেসবুক নিয়ে শত শত পোষ্ট আসলেও এই অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হবার লোভ সংবরন করতে পারলাম না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




