অনন্ত আকাশের বুকে অযুত নিযুত নক্ষত্র
জ্বলিছে নিভিছে অবিরাম।
নীল জোছনায় ভরা তরী বাইয়া
ছলাৎ ছলাৎ চলিলাম।
গন্তব্য অজানা, পথ অচেনা-
আমি ভীত নই।
রাত বাড়ে- জ্যোৎস্না বাড়ে
জলে পড়ে তাহার ছায়া।
নৌকার ঢেউয়ে ভেঙ্গে যায় চাঁদ-
তবু বাড়িছে তাহার মায়া।
কোথা হতে উড়ে এল এক ঝাক জোনাকি,
চাঁদের সাথে আজ ওদের উৎসব হইবে।
কে যেন বাজায় বাঁশরীর সুর,
সে তো কাছে নয়- বহুদূর।
এসব তোমার ভালো লাগিতেছে প্রিয়া??
তাহলে এখন আমায় ভাল বাসো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


