অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিড়ে
দূরের ঐ নীল আসমান
একটি বার দুচোখ মেলে
হৃদয় পথে দু পা ফেলে
দেখ হৃদয় আকাশের সমান
ঘরের চালে জোছনা ঝরে
সারা নিশি ধরে
চোখের এ জল যায় যে ছুয়েঁ
আমারই অধর
কোথায় তুমি যাও হারিয়ে
দেখ দেখ এ জল একবার ছুয়েঁ
এ যে আমার আবেগ ভরা বান
রঙের তোড়ে রঙ হারিয়ে ফেলে আপন ঘর
ভুলের শহর দিচ্ছ পাড়ি আমায় করে পর
যেও না গো তুমি চলে
বারে বারে এ হৃদয় বলে
তুমি যে মোর পবিত্র বিধান
অল্প কিছু মুহূর্ত অনেক ভালো লাগা তার পর কাচের মত ভেঙ্গে শত খন্ড।এমন অনেক সময় থাকে, না বলা কথা না বলা ব্যথা ফিরে ফিরে ক্ষণে ক্ষণে আসা যাওয়া। অনুভূতির দ্যোতনা। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে পেছনে তাকালে আজও দেখি না ক্ষয়ে যাওয়া স্বপ্নগুলো, শুনি না ব্যথিত হৃদয়ের বানী। পৃথিবীর কোথায় কিছু থেমে নেই, দ্রুত পরিবর্তনশীল এই ধরণী। শুধু একটি শব্দ আজও অমলিন ভালোবাসি
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


