বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কিসের কথা বলেছি।হিন্দি চিরিয়াল,হিন্দি ছবি,হিন্দি গান এর পর এখন হিন্দি রিং-টোন এর ভূতে ধরেছে।সবাই এখন খুজতেছে এটা কোথায় লুকিয়ে আছে।হিন্দিরা যে কত বুদ্ধিমান তা বলার অপেক্ষা রাখে না।বেশ কিছু দিন আগে একটা হিন্দি চিরিয়ালের থিম গানটিও রিং-টোন হিসেবে ব্যাপক সাড়া পায়।এবং এখন এসেছে একটি কোম্পানির রিং-টোন।তাছাড়া বিভিন্য হিন্দি গানের রিং-টোন গুলো ব্যাপক ভাবে চলে এখনও।
হিন্দি যে শুধু মাত্র মেয়েরা পছন্দ করে তা নয় ছেলেরাও অনেকে পছন্দ করে।তারাও আজকাল হিন্দি চিরিয়াল দেখে।প্রমান হিসেবে ফেসবুক তার অন্যতম মাধ্যম।স্ট্যাটাস,কমেন্ট,পেজ শেয়ার থেকে শুরু করে কথাও বলে।খাওয়ার সাথে হিন্দি মুভি ইত্যাদি।আমাদের যুব সমাজ আস্তে আস্তে করে হিন্দির প্রতি বেশি দূর্বল হয়ে যাচ্ছে।
আমাদেরকে উচিত এর থেকে বের হয়ে আসা।আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যাবহার করে থাকি।অনেক রকমের বন্ধু আমাদের একাউন্টে আছে।আমরা সপ্তাহে একটি করে নিজের ওয়াল থেকে বাংলা গান শেয়ার করতে পারি।হোম পেজে কেউ হিন্দিতে স্ট্যাটাস দিতে দেখলে তাকে নিষেধ করতে পারি।আমরা যদি পারি যার যার হোম পেজ কে হিন্দি মুক্ত করতে তাহলে এটাও একটা জয় হবে।কারন ফেসবুক এখন অনেক বড় একটি মাধ্যম নিজের দেশকে ফুটিয়ে তোলার।আসুন আমরা সবাই একটু একটু করে কাজ করি।আর হ্যাঁ হিন্দি রিং-টোন থাকলে সেটাকে পরিবর্তন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




