পরীক্ষার হলে-বাইরে
কমন ডায়লগ!
১) ঐ শালা! আর কত
লেখবি?
২) জোরে ক, হারামি! কিছু শোনা যায়না!
৩) ম্যাম, আমি রাবার নিয়া আসিনাই তো!
রাবার চাইছিলাম।
৪) ক নারে ভাই! কেউ
দেখতেছেনা!
৫) এই জিনিস আবার
কবে পড়াইলো!
৬) আর একটা দিন পড়ার টাইম পাইলে কোপায়া দিতাম।
৭) আইজকা লাইগা গেছে।
৮) কোশ্চেন যে কোন বাঁদির বাচ্চা করছে!
হেতিরে পাইলে!
৯) তর পরীক্ষা কেমন হইছে রে?
১০) (সবচাইতে এপিকঃ)
আল্লাহ্! এইবার! খালি
এইবারের মত পার করায়া দেও। খোদার কসম! এরপর থেইকা পড়ালেখা করুম!
...সামনে এইচএচসি পরীক্ষা। আশা করি ফ্রেন্ডলিস্টের কারো দুর্ভোগ পোহাতে হবেনা। সবার জন্য শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



