এবছর যে খবরগুলো মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে;
১,"জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নর্থ সাউথ
ইউনিভার্সিটিতে ছাত্র, ছাত্রীদের মাঝে প্রকাশ্যে
কনডম বিতরণ!"
২,"সমকামীদের স্বীকৃতির দাবিতে শাহবাগে প্রকাশ্যে
মিছিল!!"
৩,"পর্নোফিল্ম করতে গিয়ে রাজধানীর আবাসিক হোটেল থেকে প্রাচ্যের
অক্সফোর্ডখ্যাত ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী
গ্রেফতার!!!"
(উপরোক্ত প্রতিটি খবরই হচ্ছে দুনিয়াবী শিক্ষার
"কুফল!)
এবছর যে খবরগুলো
মিডিয়াতে কোনো সাড়া-ই ফেলতে পারেনি,
১,"আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়
বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের ছেলে
সাকিব! "
২,"বাংলাদেশী হাফিজে
কুরআনের বিশ্ব জয়!
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়
হাফেজ নাজমুস সাকিবের পর এবার বাংলাদেশি হাফিজ মুহাম্মদ জাকারিয়া প্রথম (সনদ) পুরস্কার অর্জন করেছে
আলহামদু লিল্লাহ!।
মিশরে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫০টি দেশের ক্ষুদে
হাফিজরা অংশগ্রহণ
করে ।
সবাইকে পেছনে ফেলে
চ্যাম্পিয়ান হয়েছে
বাংলাদেশী হাফিজ!! "
৩,"সৌদি আরবে অনুষ্ঠিত
আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৪ এ ১ম স্হান অধিকার করেছে আমাদের বাংলাদেশের গর্ব, ১২ বছর বয়সী হাফিজ আব্দুল্লাহ আল মামুন!!! "
উপরোক্ত প্রতিটি খবরই হচ্ছে দ্বীনি শিক্ষার সুফল!
সুপ্রিয় পাঠক বন্ধুগন!
আমার লেখায় আমি দুই
প্রকারের মানুষের নতীযা (ফলাফল) আপনাদের সামনে তুলে ধরেছি।
প্রথম প্রকারের ওরা
সবাই-ই দুনিয়াবী শিক্ষায়
শিক্ষিত!
অথচ এদের কৃতকর্মের কারণে গোটা জাতিকে
লজ্জিত হতে হয়! ধিকৃত হতে হয়! লজ্জায় জাতির মরে যেতে ইচ্ছে হয়!!
পক্ষান্তরে, দ্বিতীয় প্রকারের
তাঁরা সবাই-ই দ্বীনি শিক্ষায় শিক্ষিত!
অথচ এদের কৃতকর্মের কারণে গোটা জাতি উভয়
জগতেই গর্ববোধ করে,
আনন্দবোধ করে,
শুধুমাত্র তাই নয়!
বরং তাদের ফলাফল
নিয়ে আখেরাতে সকল
মুমিন বাঙ্গালী
অন্যান্য জাতির সাথে
গর্ব করে বলবে;
তোমরা কি জানো?
হাফিজ নাজমুস সাকিব আমাদের সন্তান!
হাফিজ মুহা.জাকারিয়া
আমাদের-ই সন্তান!!
হাফিজ আব্দুল্লাহ মামুন আমাদেরই সন্তান!!!
প্রিয় বন্ধুগন! আপনি যদি সম্পূর্ণ লেখা পড়ে থাকেন
তাহলে আপনার নিকট
আমার ছোট্ট একটি
প্রশ্ন আশা করি সামান্য কষ্ট করে কমেন্ট বক্সে আমার প্রশ্নের উত্তর
প্রদান করবেন।
আমরাই তো বলি "শিক্ষাই জাতির মেরুদণ্ড"
আমার প্রশ্ন হচ্ছে ;
কোন শিক্ষা জাতির মেরুদণ্ড?
যেই শিক্ষার কারণে
জাতিকে লজ্জিত
হতে হয় সেই শিক্ষা?
নাকি যেই শিক্ষার
কারণে জাতি উভয়
জগতেই গর্বিত হয়
সেই শিক্ষা?
কারা জাতির শ্রেষ্ঠ সন্তান ?
যারা পর্নোফিল্ম বানাতে গিয়ে আবাসিক হোটেল
থেকে গ্রেফতার হয়ে
জাতিকে লজ্জিত, ধিক্কৃত করে তারা?
নাকি যারা বিদেশের
মাটিতে বাংলাদেশ এবং
বাংলাদেশের জনগণের
ভাবমূর্তি উজ্জ্বল করে তারা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


