প্রার্থনা তবু বৃষ্টির জন্য
একদিন বৃষ্টিতে ভিজবো,
একদিন খুব যখন বৃষ্টি হবে,
জলের ধারা বয়ে যাবে তর আঁচল চুইয়ে
কদম ফুল তর ভেজা চুলে গুঁজে দিব-
খুব আহ্লাদে বলেছিল মেঘবালক।
তারপর বহুবার বৃষ্টি ঝরেছে অঝোর ধারায়, মাঠঘাট ভেসে গেছে জলে
আমার আঁচল খসে পরেছেও বহুবার, বৃষ্টি কখনও কখনও ভীষণ বজ্রও হয়েও ঝরেছে
তুমি আসনি মেঘবালক
তুমি হয়ত আসবেও না কোনদিন
আমি জেনেছি প্লাবন এসে ভাসিয়ে নিয়া গেলেও তুমি আসবে না
তবু বৃষ্টির জন্য আজও প্রার্থনা-
প্রার্থনা হয়তো না রাখা কথার জন্য
একটি কদম আমাকে ছুঁয়ে যাবেনা কখনও
প্রার্থনা তবু বৃষ্টির জন্য।
মেঘবালক তুমি জেনে রেখো একটি আঁচল এখনও তুমার অপেক্ষায়,
মেঘবালক একবার বলে যাবে কি আর কত বৃষ্টি ঝরলে তুমার সময় হবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



