গতকাল প্রথমআলো কর্তৃক "মেরিল প্রথম আলো পুরষ্কার" আয়োজনের পক্ষে কথা বলে একটি পোস্ট দিয়েছিলাম।
প্রথম আলো-কে এক হাত নেওয়া সুযোগসন্ধানীদের উদ্দেশ্যে
সে পোস্টে বিভিন্ন সুধী ব্লগার রুচিশীল(!) কমেন্ট করে আমাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছেন।
আমাকে জিজ্ঞেস করা হয়েছে মতি থেকে আমি কত নিয়েছি?
সত্যি কথাটা বলি, আমি প্রথম আলোর মেরিল-প্রথম আলো তহবিলে ৫৪ লাখ টাকা পোস্টটি দেখেই আমার পোস্টটি লিখেছিলাম।
আপনাদের এটা তো মানতে হবে, আহত মানুষগুলোকে, ক্ষতিগ্রস্থ মানুষগুলোকে শুধু আবেগ দিয়ে বাঁচানো যাবে না। টাকারও বড় প্রয়োজন। তবে ৫৪ লাখ টাকাকে কেন নিকুচি করা, এত ছোট করে দেখা।
অশ্লীলতায় ভরা একগাদা কমেন্ট করা হল, একজন আমাকে পোস্ট সরিয়ে নিতে বললেন।
মনটা আজ দুঃখ ভারাক্রান্ত। আপনারাই বিচার করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


