এখন আর ভাবিনা সেই আগের মত,
স্বপ্ন গুলো ঝরছে পরে অবিরত,
শুকনো পাতা,ঝরনা,শ্রাবণ ধারার মত।
এখন আর খই না ফুটাই কথামালায়,
আচমকা এই নিরবতা বুকযে ফাটায়,
তবু আমি নিরব, নিশ্চুপ যেনো বোবার মত।
এখন আর চাইনা কারো সঙ্গপেতে,
দিবনা আর ভালোবাসার চাদর পেতে,
পণ করেছি হাটব একা বাকীটা পথ আছে যত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




