জৈনিক কবি একখানা ব্লগ প্রসব করিয়াছেন "ঢাকা ফালতু শহর!]!"।
তিনি যে বিস্ময়কর যুক্তিতে মহান উক্তিখানা করিয়াছেন তাহা হইল যথা ক্রমে,
১- ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ফটকে কেনো 'যখন আমি অসুস্থ হই, তখন আল্লাহ আমাকে সুস্থ করেন...' এই বাক্য খানা লিখা হইয়াছে।
২- ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের পাশ ধরে দুই মাইল হেটেও তিনি ফ্লেক্সিলোড পান নাই।
আহা সে কি যুক্তি মাইরি!!!!!
---------------------
এইবার জৈনিক গরু গুরু হইয়া কবিকে কিছু বলিতেছে,
আশা করিব কিছুক্ষনের জন্য কাঠাল পাতা রাখিয়া কথা গুলোয় মনোনিবেশ করিবেন।
কথা নাম্বার ১,হাসপাতালের গায়ে ইসলামী বাণি দেখিয়া আপনার অনুভূতির দণ্ডে আঘাত লাগিল। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল তার গায়ে ইসলামি বাক্য লেখিবে না কি লেখিবে? তারাতো লিখে নাই এখানে ইসলাম ধর্মের লোক ছাড়া অন্য কারো চিকিৎসা দেওয়া হইবে না। আর হাসপাতালের নামের সাথেইতো ইসলাম যুক্ত! কবি সাহেব বোধহ্য় খেয়াল করেন নাই, খেয়াল করিলে উনার দুর্বল ডণ্ড নিয়ে ভেতরে যাইবার সাহস দেখাইতেন না।
কথা নাম্বার দুইঃ ফেক্সি লোডের জন্য দুই মাইল হাটিয়াছেন সেই জন্য ঢাকা শহর বাসের অনুপযোগি হইয়া গেলো? কেনো ভাই আপনি এতো কিপটা কেনো? একটা রিক্সা নিলেইতো পারিতেন। রিক্সা ভাড়া ছিল না, নাকি রিক্সায় চড়িতেও আপনার চেতনার ডণ্ডে আঘাত লাগিবে?
------------------------------
আহা কাঠাল পাতা রাখেনতো!!!!!! কথা শোনেন।
# দুইমাইল হাটিতে গিয়া নিশ্চই পথি মধ্য পান, সিগারেট, ঝাল মুড়ি, চানাচুর অথবা কাঠাঁল পাতা কিছুত খাইয়াছেন। এবার ভালো করিয়া মনে করিবার চেষ্টা করুনত খাওয়ার পরে চানাচুরের প্যাকেট, সিগারেটের ফিল্টার অথবা পানের পিক কোথায় ফালাইয়াছেন? নিশচই রাস্তায় তাইনা?
# ড্রেইনের পাশে বসিয়া অন্তুত একবার পশ্রাবতো করিয়াছেন। আপনি না করিলে অনেকেই তাহা সগৌরবে করিয়া থাকেন।
# ফোটপাতে ফেক্সির দোকান খোজিয়াছেন। পান নাই বলিয়া রাগ করিলেন। আচ্ছা ফ্লেক্সির দোকান কি ফুটপাতে থাকিবার কথা?
জবনিকাঃ শহর খারাপ হয় কেমনে ভাই? খারাপ হয় শহরের মানুষেরা। যারা প্রতিনিয়ত নোংরা করে আমাদের শহরকে।
মন্তব্যঃ ঢাকা শহর ফালতু, ঢাকা শহর বাসের উপযোগী নয়। একথাটা আসলে এভাবে হইবে, ঢাকা শহরে যারা বাস করে তারাই ফালতু। এরা ঢাকায় বাস করার উপযুক্ত নয়।
অতএব..... কাঠাঁল পাতা রাখেন, দেশের জন্য, শহরের জন্য কিছু করুন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




