আজ সেই ভয়াল ২৮ অক্টোবর। যে দিনটাকে বাংলার ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত করা হয়। শুধু মাত্র রাজনৈতিক বিরোধের জের ধরে কি করে পশুর মত মানুষ হত্যা করা হয়েছে। ২৮ অক্টোবর ২০০৬ তার প্রমান। পশুত্বের বলি হয়েছে একাধিক প্রাণ, বহু মায়ের সন্তান, ভাই হারা বোনের কান্না, শামী হারা বধুর আহাজারি। এই দায় কে নেবে?
এ লজ্জা কার?
জাতি হিসেবে কি আমরা কিছুতে এড়িয়ে যেতে পারি?
নাকি মিথ্যাচারের আড়ালে সত্যকে ঢেকে দেওয়ার ঠুংগি প্রচেষ্টা করেই যাব? সবাই যদি মুজাম্মেল বাবুর মত কানা সাংবাদিক হয়ে যাই তবে তার মতই আস্থাক্ষোরে নিক্ষিপ্ত হতে হবে।
ইতিহাসের প্রয়োজনে মাযে মাঝে সত্য শিকার করে নিতে হয়। মনে রাখা দরকার শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব কিন্তু
মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আর সত্য মেনে নেয়াতেও লজ্জা নেই।
২৮ অক্টোবর লগী বৈঠাধারিদের মানবতা বিরোধী অপরাধের বিচার চাই।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




