Google এ শেখ হাসিনা লিখে সার্চ দিয়েছিলাম। শেখ হাসিনার ছবি তো আসলই সাথে সাথে কিছু খালেদা জিয়ার ছবিও আসলো। কিন্তু অবাক করার বিষয় হলো খালেদা জিয়ার ছবির নিচে কিন্তু শেখ হাসিনা লেখা। ছবি:
প্রাসঙ্গিক কিছু জিনিস লেখলাম
আজকে বাসায় মেহমান আসার সুবাদে দুপুরে পোলাও-মাংস খেয়ে খুবই আরামছে ঘুমাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই আমার ফোনের গগনবিদারী রিংটোনটা বেজে উঠল আর 'জাফর ইকবাল' নামের একটি বিরক্তিকর নাম ফোনের স্ক্রীনে ভেসে উঠল। কলটি গ্রহন করার পরে কথা গুলো ভেসে আসলো এভাবে " দোস্ত আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তো Presentation এর কাজটা তোকেই করতে হবে"। সাথে সাথে একটা টপিক ধরিয়ে দিল "পলিটিকস অফ বাংলাদেশ"। তো আপনারা ভাবছেন এই জাফর ইকবাল কি সেই জাফর ইকবাল যার বই না কিনে আপনারা বইমেলা থেকে বের হন না। আরে নাহ, এই জাফর ইকবাল হচ্ছে আমার একজন বন্ধু যার কম্পিউটারটা এতোই ভাল যে Assignment বা Presentation এর আগে নষ্ট না হয়ে পারে না।
তো প্রেজেনটেশনের টপিকটার কারনে আমার শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার ছবির প্রয়োজন হলো। দেরি না করে google এ প্রথমে 'শেখ হাসিনা' লিখে সার্চ দিলাম। কিন্তু একটা অবাক জিনিস লক্ষ্য করলাম যে, শেখ হাসিনার ছবির সাথে কয়েকটা খালেদা জিয়ার ছবিও আসলো। তো পরে কষ্ট করে খালেদা জিয়ার ছবি সার্চ করতে হলো না।
তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো প্রায়ই এই অভিযোগ করে যে, তাদের নেত্রীর কর্মকান্ড বা গুনাবলী আরেকজন নেত্রীর সাথে গুলিয়ে ফেলা হচ্ছে। google কিন্তু তাদের কর্মকান্ড বা গুনাবলী গুলায়নি ঠিকই শুধু চেহারাটা গুলিয়ে ফেলেছে। তো খালেদা ও হাসিনার চামচারা এবার কি google এর বিরুদ্ধে মামলা করবেন?
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




